Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ পুলিশের অভিযানে জেলেদের হামলা, আহত ৫


১৪ অক্টোবর ২০১৯ ২৩:২৪

চাঁদপুর: চাঁদপুরের নৌ পুলিশের অভিযানে হামলা চালিয়েছেন জেলেরা। এসময় পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়েন্ত্রণে নিতে পুলিশ চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ইলিশ রক্ষায় টহলে যান নৌ পুলিশের সদস্যরা। রাজরাজেশ্বর এলাকায় আমাদের টিম পৌঁছালে জেলেরা অর্তকিত হামলা চালায়। ঘটনাস্থল থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

মা ইলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর