Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১


১৪ অক্টোবর ২০১৯ ২২:৩৩

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আহমেদ আশিক মাহমুদ নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে করে নজরদারি করে। দুপুরে বোর্ডিং ব্রিজ এলাকায় নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংককগামী ফ্লাইটের বিএস২১৩ এর যাত্রী আহমেদ আশিক মাহমুদকে বোর্ডিংয়ের সময় চ্যালেঞ্জ করে প্রিভেন্টিভ টিম।

সাজ্জাদ হোসেন জানান, পরে তার হাতের ট্রলি ব্যাগে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকা মূল্যমানের সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ পাওয়া যায়। ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করে জব্দ বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক বৈদেশিক মুদ্রা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর