Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রপথে পণ্য পরিবহনে এসআর শিপিংয়ের বহরে নতুন জাহাজ


১৪ অক্টোবর ২০১৯ ২১:৪১

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: দেশের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি এসআর শিপিংয়ের বহরে যুক্ত হয়েছে পণ্য পরিবহনকারী নতুন একটি জাহাজ। এসআর শিপিং কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) একটি অঙ্গ প্রতিষ্ঠান।

২০০৮ সালে নির্মিত ৫৬ হাজার ১৪ টনের বাল্ক ক্যারিয়ারটির মালিকানা সম্প্রতি এস আর শিপিং গ্রহণ করেছে এবং তাদের সুপারম্যাক্স ও হ্যান্ডিম্যাক্স বাল্কারের বহরে সংযোজন করা হয়েছে। জাহাজটির নাম জাহান ব্রাদার্স-২।

বিজ্ঞাপন

এসআর শিপিংয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার জাহান বলেন, ‘আমাদের জাহাজের বহরে সর্বশেষ সংযোজন হচ্ছে জাহান ব্রাদার্স-২। সমুদ্রপথে পণ্য পরিবহনে ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুজ জাহাজটি ভূমিকা রাখবে। একদিকে যেমন সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে, তেমনি বাংলাদেশি নাবিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

এসআর শিপিং প্রথম জাহাজ কেনে ২০০৪ সালে। তাদের প্রথম জাহাজ ছিল এমভি ফাতেমা জাহান।

জাহাজ সমুদ্রপ