Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমন মেয়রের শহরে আমরা বাস করি!’


১৪ অক্টোবর ২০১৯ ২১:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো: বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে সনাক সদস্য নারী উদ্যোক্তা রওশন আরা চৌধুরী বলেন, ‘আমাদের মেয়র সাহেব বলছেন, প্রধানমন্ত্রী যাতে নোবেল না পান সেজন্য নাকি আবরারকে হত্যা করা হয়েছে। এগুলো কি ধরনের কথাবার্তা? একজনের জীবন নিয়ে কি আমরা হাসিঠাট্টা করছি? কারও জীবনের চেয়ে কি নোবেল বেশি দরকার?

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে রওশন আরা বলেন, ‘একজন মেয়র যখন বলেন, নোবেল প্রাইজ দেওয়া বন্ধ করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে, সেখানে আমার কিছু বলার ভাষা নেই। শুধু বলছি, ছি! আমরা এমন মেয়রের শহরে বাস করি! ভাবতে লজ্জা হয়। অথচ লজ্জা নেই এসব ক্ষমতালোভী মানুষদের।’

ছাত্র রাজনীতির এই মুহূর্তে দরকার নেই মন্তব্য করে রওশন আরা বলেন, ‘আমাদের দেশে ছাত্র রাজনীতির অনেক গৌরবময় অধ্যায় আছে। ছাত্র রাজনীতি না থাকলে এই দেশের স্বাধীনতা এত তাড়াতাড়ি আসত না। কিন্তু এখন সেই রাজনীতি নেই। এখন শুধু দল করবেন আর পকেট ভারি করবেন। ক্ষমতার আস্বাদও পাবেন। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। কেন আমি এই রাজনীতি করব? কেন আমার সন্তানেরা এই রাজনীতি করবেন?’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘কেন ছাত্ররা এখনো আন্দোলন করছে, আপনি এই প্রশ্ন তুলছেন। কেন ছাত্ররা আন্দোলন করবে না, সেটার জবাব আপনি দেবেন। আপনি ছাত্রদের কি দিয়েছেন? আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ২-৪টা খুনি ধরে ক্রসফায়ারে দিলেই সমাধান হবে না। আপনি মানুষের কথা শুনুন। আপনার পেটুয়া বাহিনী, দালালচক্রকে ধরেন। যাদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন, তাদের নামানো এত সহজ নয়। আপনাকে আরও কঠোর হতে হবে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে টিআইবির জাতীয় পর্ষদ সদস্য দেলোয়ার হোসেন মজুমদার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার ক্ষুদে সৈনিকেরা দেশের প্রতিটি অঞ্চলে মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। তাদের পছন্দ ছাড়া কেউ কিছু করতে পারে না। সরকারি দলের সমর্থক হওয়ায় তাদের কেউ কিছু বলতে পারে না। তাদের কর্তৃত্ববাদী রাজার মতো আচরণে দেশের মানুষ আজ প্রজা হয়ে গেছে। তারা আপনার দলের সম্পদ নয়। তাদের বিষয়ে সতর্ক থাকুন। এরা আওয়ামী লীগ নয়। এরা আমি লীগ। এই আমি লীগের হাত থেকে দেশকে বাঁচান। না হলে প্লাবনে আপনার দল হারিয়ে যাবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশও হারিয়ে যাবে।’

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, ‘আপনি ক্ষমতায় থাকুন। আমাদের আপত্তি নেই। কিন্তু এই দুষ্টচক্রের হাত থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।’

সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সনাক সদস্য শ্যামলী মজুমদার, সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দিন খালেদ চৌধুরী।

আবরার মেয়র হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর