প্রিমিয়ার ব্যাংক ও মাই ক্যাশের মধ্যে ফিনটেক সহযোগিতা চুক্তি সই
১৪ অক্টোবর ২০১৯ ২০:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৯:৪২
ঢাকা: মালয়েশিয়ার সেলেঙ্গারে মাই ক্যাশ গ্লোবাল অপারেশন কার্যালয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও মাই ক্যাশ অনলাইন এসইএনডি-বিএইচডির মধ্যে ফিনটেক সহযোগিতার জন্য একটি অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম (এফসিএমএ) এবং মাই ক্যাশ অনলাইন এসইএনডি বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান তাদের স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের পরামর্শক রাষ্ট্রদূত নাজিমুল্লাহ চৌধুরী এবং মাই ক্যাশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে দুটি সংস্থা তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।