ঘুমধুম ভোটকেন্দ্রে সংঘর্ষ, বিজিবি’র গুলিতে নিহত ২
১৪ অক্টোবর ২০১৯ ১৭:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ২২:১৪
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে মং চি চ্যাং (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যজনের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘুমধুমের পাত্রাঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আজমত আলী বুলু মেম্বারের সমর্থকরা কেন্দ্রের বাইরে জড়ো হয়। হঠাৎ বাবুল কান্তি তঞ্চঙ্গ্যার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। বিজিবি গুলি চালালে দুইজন নিহত হয়।