‘হত্যার উদ্দেশেই আবরারকে মারা হয়েছিল কিনা তা এখনি বলা যাচ্ছে না’
১৪ অক্টোবর ২০১৯ ১৪:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৭:১৮
ঢাকা: শুধুমাত্র শিবির সন্দেহেই বুয়েট ছাত্র আবরাকে মারা হয়েছে বা হত্যার উদ্দেশেই তাকে মারা হয়েছে কিনা, তা এখনি বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। সোমবার (১৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘বাকি আসামিদের জবানবন্দি, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে আবরারকে কেন মারা হয়েছিল সেটি নিশ্চিত হতে হবে। তবে গ্রেফতার হওয়া চার আসামির জবানবন্দি থেকে নিশ্চিত হওয়া গেছে আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। এই মামলার গ্রেফতার হওয়া বাকি আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এছাড়া আরও যারা পলাতক রয়েছে তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
‘বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার আগে শিবির সন্দেহেই পেটানো হয়েছিল বলে চার আসাসি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের তদন্তেও শিবির সন্দেহে আবরারকে পেটানোর বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে’, যোগ করে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল।
তিনি আরও বলেন, ‘আবরার হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৫ জন ও এজাহার বহির্ভূত ৪ জনসহ মোট ১৯ গ্রেফতার হয়েছে। এরমধ্য চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে দেখা গেছে, শিবির সন্দেহেই আবরারকে মারধর করা হয়।’
চার্জশিটের বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবরার হত্যা মামলার তদন্ত শেষ হবে বলে আশা করছি। আদালত ১৩ নভেম্বর চার্জশিট দেওয়ার দিন ধার্য করেছে, তার আগেই তদন্তকাজ শেষ হবে। এরপর চার্জশিট দেওয়া হবে।’
অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আবরার টপ নিউজ বুয়েট ছাত্রলীগ শিবির সন্দেহে