বুয়েটে ভর্তি পরীক্ষা চলছে
১৪ অক্টোবর ২০১৯ ১০:৪৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১২:৩০
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা সোমবার (১৪ অক্টোবর ) অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১টা থেকে শুরু হয়ে চলবে বেলা ৪টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় ১২ হাজার ১৬১ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশ নিয়েছেন। ১২টি বিভাগে এখানে আসন সংখ্যা ১ হাজার ৫টি।
এর আগে, বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। এ জন্য ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় আজ ও আগামীকালকের জন্য আন্দোলন শিথিল করা হয়।
ভর্তি পরীক্ষার পর ফের আন্দোলন হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।