Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু


১৪ অক্টোবর ২০১৯ ০৯:৫০

ঢাকা: রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবেল খন্দকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রুবেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

রুবেলের বোন রুমা আক্তার জানান, তারা শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশে থাকেন। রুবেলের প্যান্টের ব্যবসা ছিল। সন্ধ্যায় রুবেল দনিয়া স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

তাদের তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পুর্বআলোদিয়া গ্রামে। বাবার নাম আব্দুর রব খন্দকার।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত্যু মোটরসাইকেলের ধাক্কা যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর