নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নব্য জেএমবির দুই সদস্য আটক
১৪ অক্টোবর ২০১৯ ০২:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ০২:৩১
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নব্য জেএমবির দুই সদস্য মেহেদী হাসান ওরফে মুরাদ ও আমানউল্লাহকে আটক করেছে র্যাব-১১।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মেহেদী হাসানের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় আর আমানউল্লাহর বাড়ি পিরোজপুরের কাউখালী এলাকায়। মেহেদী ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগদান করেন। জেএমবিতে যোগদানের পর সে নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন আরও জানান, মেহেদী অনলাইন হতে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করে বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল।
এছাড়া আইন শৃংখলা বাহিনীর উপর হামলা ও জেল হতে আটককৃত জেএমবির সদস্যদের মুক্ত করার পরিকল্পনা ছিলো। পাশাপাশি সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা ছিলো। আর মেহেদীর মাধ্যমেই আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগ দেন।
তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানান।