সিরাজগঞ্জে যমুনা ব্যাংকের নতুন শাখা
১৩ অক্টোবর ২০১৯ ১৭:৩৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৭:৩৭
গ্রাহকসেবা দিতে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে যমুনা ব্যাংকের ১৩৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।
যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুর্শারফ হুসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। আরও ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।