আবরার হত্যা নিয়ে মন্তব্য: জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব
১৩ অক্টোবর ২০১৯ ১৫:৪৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৭:৩৪
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে মন্তব্য করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে ব্যাখ্যা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে রোববার (১৩ অক্টোবর) তলব করেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানাচ্ছে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে বলা হয়, আবরার হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ কী কারণে এ বিষয়ে মন্তব্য করেছে তার লিখিত জবাব দিতে হবে।
এর আগে, আবরার হত্যার ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো নিন্দা জানিয়ে বলেছিলেন, বুয়েটের তরুণ শিক্ষার্থী আবরার হত্যার ঘটনা খুবই মর্মান্তিক। স্বাধীনভাবে মত প্রকাশ করার জেরে কারও ওপর এমন সহিংস ঘটনা ঘটানো ইতিবাচক নয়। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। যাতে সমাজে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকে।
একই ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির দূতরাও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, গত সপ্তাহে যুক্তরাজ্যের হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনায় মন্তব্য বা বিবৃতি প্রকাশের জেরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেন।
বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে গত সোমবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন।
আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় গত সোমবার রাতেই মামলায় করেন আবরারের বাবা।