সম্রাটের মুক্তি চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
১৩ অক্টোবর ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৬:৪২
ঢাকা: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তি চেয়েছেন তার মা। রোববার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্রাটের মুক্তি চেয়ে এক সংবাদ সম্মেলন করেন তার মা সায়েরা খাতুন চৌধুরী। এসময় সম্রাটকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর কাছে তার মুক্তি চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, পিস্তল পাওয়ার ঘটনা পরিকল্পিত সাজানো নাটক ছিল বলে দাবি করে সম্রাটের পরিবার। এছাড়া ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কারাদণ্ড দেওয়া বাংলাদেশের বন্যপ্রাণী আইনের আওতায় পড়ে না বলেও দাবি করেছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়েরা খাতুন বলেন, ‘গত ৬ অক্টোবর রোববার আমার সন্তানকে গ্রেফতার করা হয়। যে স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় সেই স্থানে কোন প্রকার অস্ত্র বা মাদক পাওয়া যায়নি। কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম তাকে কাকরাইল অফিসে নিয়ে আসা হয় এবং প্রায় ৪ ঘণ্টা ১৭ মিনিট তার অফিস তল্লাসি করা হয়। তল্লাসি চলাকালীন সময়ে কোনও গণমাধ্যমকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘মদ্যপান সম্রাটের মৃত্যুর কারণ হতে পারে বলে ডাক্তার সতর্ক করেছিল। তাই সে জেনেশুনে কখনো মদ পান করবে না। সম্রাট গ্রেফতারের ১০ দিন আগে থেকে সে কাকরাইলের অফিসেই ছিল না, অফিস ছিল অরক্ষিত। শরীর খারাপ থাকায় অন্য যায়গায় অবস্থান করছিল।’
সম্রাটের মা বলনে, ‘এমনকি সম্রাটকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশের সময় বিভিন্ন মিডিয়ায় লাইভ সম্প্রচারে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোক কাঁধে ব্যাগ নিয়ে প্রবেশ করে এবং অফিস থেকে বের হওয়ার সময় ওই ব্যাগগুলো লক্ষ্য করা যায়নি।’
তিনি দাবি করেন , ‘ক্যাঙ্গারু বাংলাদেশি বন্যপ্রাণী নয় এবং বাংলাদেশে এই প্রাণীটির বিচরণ দেখা যায় না। যেহেতু ক্যাঙ্গারুটি বাংলাদেশে শিকার করা হয়নি এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মধ্যে পড়েনা।’
ওই ক্যাঙ্গারুর চামড়াটি এক প্রবাসী বাংলাদেশি তাকে উপহার হিসেবে দেন ফলে এটি আইন বিরোধী কাজ নয়, এজন্য সাজা দেওয়ারও বিধান নেই বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা শহরে প্রতিটি ক্লাব পরিচালনা করার জন্য কমিটি রয়েছে। আমার সন্তান সম্রাট কোন ক্লাবের পরিচালনা কমিটির সদস্য নয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং ব্যক্তিগত আক্রোশে তাকে ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হয়েছে।
ইসমাইল চৌধুরী সম্রাটের জীবনরক্ষার্থে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনবরোধ জানিয়েছেন তার মা সায়েরা খাতুন।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। সম্রাট যেমন আমার সন্তান তেমনি আপনারও সন্তানতুল্য। সম্রাট ওপেন হার্ট সার্জারির রোগী। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। মা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন সম্রাটের জীবন রক্ষার্থে তাকে মুক্তি দিন। সম্রাটের বাইপাস সার্জারি করে বাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। উন্নত চিকিৎসা দিয়ে তার জীবন ভিক্ষা দিন।’
সম্রাটের মা অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সম্রাটের বোন ফারহানা চৌধুরী শিরিন।
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে শুরু থেকেই নাম জড়ায় ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের। গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে তাকে আটক করে র্যাব। একইসঙ্গে সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকেও আটক করা হয়।
ওইদিন সম্রাটের কার্যালয়ে অভিযান শেষে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, ক্যাঙ্গারুর চামড়া দুটি বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছে। এজন্য সম্রাটের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত মামলার রায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। একইদিনে যুবলীগের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করে।
ইসমাইল চৌধুরী সম্রাট টপ নিউজ যুবলীগ নেতা সম্রাট সম্রাটের মুক্তি চেয়ে