Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইফুন হাগিবিসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩


১৩ অক্টোবর ২০১৯ ১১:৩৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৬:৫৫

জাপানে বয়ে যাচ্ছে প্রলয়ংকরী টাইফুন হাগিবিস। টাইফুনে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। টাইফুনটি এখন ধীরে ধীরে আরও উত্তরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। খবর বিবিসির।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর দক্ষিণ-পশ্চিম উপকূলে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন হাগিবিস। টাইফুনের কারণে মাউন্ট ফুজির কাছে হাকোনো শহরে ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় তলিয়ে গেছে আরও বেশকিছু তীরবর্তী এলাকা।

বিজ্ঞাপন

জাপানের বেশিরভাগ অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুলেট ট্রেনগুলো চলছে না। নারিন্দা বিমানবন্দরে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। ইতোমধ্যে প্রায় ৫ লাখ লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। প্রায় ৭০ লক্ষ মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। যদি মাত্র ৫০ হাজার লোক আশ্রয়কেন্দ্রে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কিছু কিছু এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। জাপানের আবহাওয়া দফতরের মুখপাত্র ইউসাশি কাজিওয়ারা গণমাধ্যমকে বলেন, উপদ্রুত এলাকায় জরুরি সতর্কতা জারি রয়েছে।

প্রায় ২৭ হাজার সেনাসদস্য উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে বলেছেন, ক্ষয়ক্ষতি এড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

টাইফুনের কারণে জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। বেশ কিছু খেলা বাতিল করতে হয়েছে।

এর আগে ১৯৫৮ সালে কানোগাওয়া টাইফুনে জাপানে ১২ শ জনের মৃত্যু ও নিখোঁজ হয়েছিলেন।

ফিলিপাইনের তাগালুক ভাষায় হাগিবিস শব্দের অর্থ গতি।

বিজ্ঞাপন

টাইফুন হাগিবিস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর