Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মা-মেয়েকে গলা কেটে হত্যা


১৩ অক্টোবর ২০১৯ ১০:৫০

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌর এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা নারী লাকী বেগম (২২) এবং তার মেয়ে আলিফাকে (৪) কে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সোয়া বারটার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ভালুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, শনিবার দিবাগত রাত সোয়া বারটার দিকে কে বা কারা আলামিনের বাড়িতে ঢুকে তার স্ত্রী লাকী বেগম ও তার মেয়ে আলিফাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তারা বাড়িতে একাই ছিল।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

গলাকেটে হত্যা টাঙ্গাইল মা-মেয়ে

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর