Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্য আটক


১৩ অক্টোবর ২০১৯ ০৩:২৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জর থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ছিনতাইকারি চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল ও আদমজীর বিহারী ক্যাম্প এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা বিভিন্ন ব্যান্ডের ১ হাজার দুইশ ৫০টি মোবাইল ফোন সেট ও নগদ ২২ হাজার টাকা।

ছিনতাই করা মোবাইল ফোন

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, শিমরাইল ও এর আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মীসহ সাধারণ মানুষের মানিব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে বেড়ায়। ছিনতাই করা এসব চোরাই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে মজুদ করে বিক্রি আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এই চক্রের মূল হোতা সাজ্জাদকে আটক করলে তার কাছ থেকে এসব তথ্য পাওয়া যায়। পরে র‍্যাব এই চক্রের অন্যান্যদের আটক করে ছিনতাই করা মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হবে।

আটক ছিনতাই নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর