বিএনপি নেতা মেজর (অব) হাফিজ উদ্দিন গ্রেফতার
১৩ অক্টোবর ২০১৯ ০০:৩২ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১২:৪৩
ঢাকা: বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসাহাককেও গ্রেফতার করেছে র্যাব-৪।
এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মুস্তাক আহমেদ জানান, সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে দুপুরে তাদের নামে মামলা হয়। এরপর কর্নেল ইসাহাককে দুপুরের দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে র্যাব। এরপর রাত সাড়ে ৮টার দিকে মেজর হাফিজ উদ্দিনকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
যদিও এর আগে এক মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ছিল। রোববার (১৩ অক্টোবর) ওই মামলায় তার আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল।