চবি’র ৭ হলে টর্চার সেল পাননি উপাচার্য
১২ অক্টোবর ২০১৯ ১৯:৪৬ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৯:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতটি আবাসিক হল পরিদর্শনের পর সেখানে কোনো ‘টর্চার সেল’ পাননি বলে জানিয়েছেন উপাচার্য ড. শিরিণ আখতার। এসময় আবাসিক শিক্ষার্থীরা তার কাছে কোনো অভিযোগ করেননি বলেও জানিয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপাচার্য ড. শিরিণ আখতার সাতটি আবাসিক হল পরিদর্শন করেন। এগুলা হচ্ছে- ছাত্রীদের প্রীতিলতা হল, শামসুন নাহার ও বেগম খালেদা জিয়া হল এবং ছাত্রদের শহীদ আব্দুর রব হল, মাস্টার দা সূর্যসেন হল, সোহরাওয়ার্দী হল ও শাহজালাল হল।
উপাচার্য হলের বিভিন্ন ফ্লোরে শিক্ষার্থীদের কক্ষে যান। এসময় হলে যারা অবস্থান করছিলেন তাদের সমস্যা, অভাব-অভিযোগের বিষয়ে তিনি জানতে চান।
পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা ভালো আছে। খারাপ কিছু আমি দেখিনি। কোনো টর্চার সেলও পাইনি। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কর্মকাণ্ড আছে বলা হচ্ছিল, আমি সেরকম কোনো প্রমাণ পাইনি।’
এ সময় ছাত্ররাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ছাত্ররাজনীতির বিপক্ষে বলব না। অপরাজনীতির বিপক্ষে বলব। অপছাত্ররাজনীতি যেন বন্ধ হয়। ছাত্ররাজনীতি যেন হয় শিক্ষার্থীদের কল্যাণের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। শিক্ষার্থীরা যেন বিপদে না পড়ে। শিক্ষকরা উদারমনে কাজ করবেন বলে আমি আশা করছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো টর্চার সেল আছে কিনা, সেটি দেখতে গিয়েছিলাম। এর ধারাবাহিকতায় সব হল পরিদর্শন করা হবে।’
পরিদর্শনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ,রেজিস্ট্রার এবং হলের আবাসিক শিক্ষককরা উপস্থিত ছিলেন।