Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় চার জনের মৃত্যু, আহত তিন


১২ অক্টোবর ২০১৯ ১৯:২৫ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ২১:১৩

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর হামলায় চার জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে। নিউইয়র্কের পুলিশ বিভাগের বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারীকেও এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যাডাম নাভারো জানিয়েছেন, সকাল ৬টা ৫৫মিনিটের দিকে পুলিশের কাছে একটি ফোনকল আসে, সেই ফোনকলে জানানো হয় ব্রুকলিনের ক্রাউন হাইটসের উটিকা অ্যাভিনিউতে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল একটি ব্যক্তিমালিকানাধীন সামাজিক ক্লাব।

এই বন্দুক হামলায় চার জন মারা গেছেন এবং এক নারীসহ আহত হয়েছেন আরও তিনজন। এই ঘটনায় হতাহতদেরকে সঙ্গেসঙ্গেই শনাক্ত করা সম্ভব হয়েছে।

 

 

আহত টপ নিউজ নিউইয়র্ক বন্দুক হামলা বন্দুকধারী ব্রুকলিন মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর