Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুলিয়ারচরে ৪শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


১২ অক্টোবর ২০১৯ ১৮:১৮

ভৈরব: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪শ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইফুল উপজেলার পৌর এলাকার চারারবন এলাকার জীবন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাই তালুকদার।

ওসি আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে সাইফুলকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।

ইয়াবা বিক্রেতা মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর