Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সমাবেশ


১২ অক্টোবর ২০১৯ ১৮:০৫

ময়মনসিংহ: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ বিএনপির উদ্যোগে নীরবতা পালন, মোনাজাত ও মিছিল সমাবেশ হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে নতুনবাজারের কালীশংকর গুহ রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

জেলা বিএনপি (দক্ষিণ) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুনসহ জেলা ও মহানগর নেতারা। সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এর আগে, বুয়েট শিক্ষার্থী আবরারের মৃত্যুতে এক মিনিট নীরবতা ও দোয়া করেন নেতাকর্মীরা।

আবরার বিএনপি ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর