বুয়েট ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ সিলগালা
১২ অক্টোবর ২০১৯ ১৬:৩৮ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ২০:৫১
বুয়েট থেকে: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার জামিউস সানী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বুয়েট ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের অফিস বলে পরিচিত একটি কক্ষ সিলগালা করে দেন।
সূত্র জানায়, বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানী বিশ্ববিদ্যালয়টির আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন। আর বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। মেহেদী হাসান রাসেল আবরার হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশদাতা। হত্যাকাণ্ডের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন। আবরার হত্যাকাণ্ডের দিন তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানি সারাবাংলাকে বলেন, ‘আজ সকালে আমি রুমেই ছিলাম। স্যাররা এসে সিলগালা করে দেন। আর আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষে হল ছাত্রলীগের অফিস ছিল। সেটাও সিলগালা করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ও অরাজনৈতিক সকল অছাত্রদের হল থেকে উচ্ছেদ চলছে। আমরা সহযোগিতা করবো।’
আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ১০দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে অন্যতম দাবি ছিল বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা এবং রাজনৈতিক কক্ষগুলো সিলগালা করা।
এ দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ অক্টোবর) বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এক সংলাপে উপাচার্য নিজ ক্ষমতাবলে এক অধ্যাদেশ জারির মাধ্যমে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন।