ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার
১২ অক্টোবর ২০১৯ ১১:৫৭ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৫:১৬
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত খ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে।
শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামীকাল দুপুর একটার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। সে হিসেবে পরীক্ষার পর প্রায় তিন সপ্তাহ পার হয়েছে। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় পরীক্ষার ১৪ দিন পর।
এ বছর খ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।