পাকিস্তানকে জঙ্গিদের সমর্থন না করার আহ্বান মার্কিন সিনেটরের
১২ অক্টোবর ২০১৯ ১১:৩০ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১১:৩৪
তালবান ও অন্যান্য জঙ্গি সংগঠনকে সমর্থন ও যেকোনো ধরনের সাহায্য দেওয়া বন্ধ করতে পাকিস্তানকে বলেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ম্যাগি হাসান। কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের উত্তজনা বন্ধেও আহ্বান জানিয়েছেন তিনি।
নিরাপত্তা ও দ্বিপাক্ষিক ইস্যুতে সিনেটর ম্যাগি হাসান ও ভ্যান হোলেন সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় এসব বিষয় উঠে আসে। শনিবার (১২ অক্টোবর) দ্য হিন্দুস্থান টাইমসের খবরে এ কথা বলা হয়েছে।
ম্যাগি হাসান বলেন, সন্ত্রাসী তৎপরতা বন্ধে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ। তাদের অবশ্যই তালেবান ও সন্ত্রাসী সংগঠনগুলোতে সাহায্য করা বন্ধ করতে হবে। কাশ্মির সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকা জটিল।
সম্প্রতি এক শীর্ষ পেন্টাগন কর্মকর্তা আশংকা করেছেন, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের ফলে পাকিস্তানের জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে। যদি পাকিস্তান এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেয়।
আরও পড়ুন:-
পূজায় হামলা চালাতে ৪ পাকিস্তানি জঙ্গি ঢুকেছে ভারতে
পাকিস্তান আর্মি আল কায়েদা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে: ইমরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া ছিল পাকিস্তানের বড় ভুল: ইমরান