খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ দোকান
১২ অক্টোবর ২০১৯ ০৯:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১০:০৩
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের আদালত সড়ক এলাকায় আগুনে পুড়ছে ৯টি দোকান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও জানা যায়নি।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে ওই বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ জানান, আদালত সড়ক এলাকায় আগুন লেগে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ বলতে পারবে।