Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী শনিবার


১২ অক্টোবর ২০১৯ ০৩:১৬

ঢাকা: পঞ্চাশ বছর পূর্ণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

বিজ্ঞাপন

এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত হবেন। সেখান থেকে বের হবে আনন্দ র‌্যালি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করবেন।

র‌্যালি শেষে অনুষ্ঠেয় সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ এবং দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় শ্রমিক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর