Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে হানিফ-চৌহান


১২ অক্টোবর ২০১৯ ০১:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পুনর্নিবাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু হানিফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফ চৌহান।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সম্মেলনের উদ্বোধন ও আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কমিটি নির্বাচন করা হয়েছে। পরে কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে দুপুরে নগরীর আন্দরকিল্লায় যাত্রা মোহন (জে এম) সেন হলে ১৩তম চট্টগ্রাম জেলা সম্মেলনের উদ্বোধন করেন রাশেদ খান মেনন। সন্ধ্যায় একই জায়গায় কাউন্সিল শুরু হয়। নতুন কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন কমিটির সভাপতি আবু হানিফ এর আগেও দু’বার সভাপতির দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের আইন অঙ্গনের পরিচিত মুখ হানিফ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়।

ছাত্রমৈত্রী, যুবমৈত্রীর নেতৃত্ব থেকে উঠে আসা শরীফ চৌহান গত দু’বছর ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের নেতৃত্বে ছিলেন শরীফ চৌহান।

ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর