আবরার হত্যা: এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি শামীম গ্রেফতার
১১ অক্টোবর ২০১৯ ২১:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ২২:০০
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় শামীম বিল্লাহ নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা থেকে শামীমকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, আবরার হত্যা মামলায় তার বাবা বরকত উল্লাহ রোববার সন্ধ্যায় চকবাজার থানায় মামলা করেছিলেন। সেই মামলায় শামীম বিল্লাহ ১৪ নম্বর আসামি।
শামীম বিল্লাহ মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
আবরার হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ১৬ জন ডিবি পুলিশের রিমান্ডে আছেন। একজন স্বীকারোক্তি জবানবন্দি শেষে কারাগারে রয়েছেন।