Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো কোম্পানি যেন হাওরের পরিবেশ নষ্ট করতে না পারে: রাষ্ট্রপতি


১১ অক্টোবর ২০১৯ ২১:৩২ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ২১:৩৩

কিশোরগঞ্জ: হাওরের বিপুল উন্নয়ন ও সুন্দর পরিবেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘কোনো কোম্পানি যেন হাওরে জমি কিনে পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে।’ শুক্রবার (১১ অক্টোবর) কিশোরগঞ্জের মিঠামইনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বিগত বছরগুলোতে প্রত্যাশার বাইরে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে হাওরে। প্রত্যন্ত এলাকায় ডুবোসড়ক, সারা বছর চলাচল উপযোগী সড়ক, ঘরে ঘরে বিদ্যুতের কথা হাওরবাসী এক সময় ভাবতেও পারত না। কিন্তু আজ এ সবই বাস্তবে পরিণত হয়েছে। কাজেই এ উন্নয়ন রক্ষা করতে হবে।’

বিজ্ঞাপন

উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে হাওরবাসী, অন্যদিকে একটি চক্র হাওরের জমিজমা কিনে পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘আমি বেঁচে থাকতে কাউকে হাওরের পরিবেশ নষ্ট করতে দেবো না। সেটা যতবড় শক্তিই হোক না কেন।’

মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ প্রাঙ্গণে স্থানীয় নাগরিক কমিটি আয়োজিত সুধী সমাজে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম। সভায় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান।

রাষ্ট্রপতি হাওর হাওরে জমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর