Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় নাশকতার উদ্দেশে সংঘবদ্ধ হতে চায় আনসার আল ইসলাম: সিটিটিসি


১১ অক্টোবর ২০১৯ ১৮:১৩

ঢাকা: দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশে আনসার আল ইসলামের জঙ্গিরা সংঘবদ্ধ হতে চায় বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এজন্য তারা সারাদেশে কর্মী সংগ্রহ এবং প্রশিক্ষণের চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। এর আগে, ভোর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ শাহিন ওরফে ওমর, মো. সাইফুল ইসলাম, মো. আনিসুজ্জামান ওরফে বিপ্লব ও মো. আল মামুন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা সংগঠনের আদর্শ অনুসারে কথিত হিজরত করে দেশের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ করে। পরে তারা সদস্যদের নিয়ে সুন্দরবন করমজল এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পে এক সপ্তাহের প্রশিক্ষণ নেয়। পরবর্তীতে তারা সেখানে থেকে বান্দরবানের আলীকদম এলাকায় প্রায় একমাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ শেষ করে তারা সংগঠনের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্দেশে ঢাকায় আসে। তারা নিরাপদে জঙ্গি কার্যক্রম চালানোর জন্য পাহাড়ি এলাকায় কফি শপ চালু করেছিলো। এই কফি শপের আড়ালে তারা নিরাপদে জঙ্গি কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছিলো। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে চ্যাট গ্রুপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করত। সেখানে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হতো।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী থেজে বহিষ্কার হওয়া মেজর জিয়ার সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, ‘মেজর জিয়া বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই সংগঠনের সঙ্গে তার কতটুকু যোগাযোগ রয়েছে বা সে কি অবস্থায় সেটা জানার চেষ্টা চলছে। এটা জানার জন্য আমরা এই গ্রুপের শায়েখকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আনসার-আল ইসলাম মনিরুল ইসলাম সিটিটিসি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর