Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষকের মৃত্যু


১১ অক্টোবর ২০১৯ ১৭:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৭:৪২

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক এক পুলিশ সদস্য। তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় মৃতরা হলেন, শেরপুর উপজেলা সদরের কলেজ রোড এলাকার নূরুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈয়টোলা গ্রামের সোহরাব শেখের ছেলে জহুরুল ইসলাম (২৮)।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বগুড়া-নওগাঁ সড়কে আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনার ঈশ্বরদী আরএসবি রেলওয়ে থানার কনস্টেবল মনিরুজ্জামান (২৮) ওই দুই স্কুল শিক্ষককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁর ডানা পার্কে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বোয়ালিয়া নামকস্থানে দ্রুতগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

এসময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর