Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম বেড়েছে পাইকারি বাজারে


১১ অক্টোবর ২০১৯ ১৭:৩৩

ঢাকা: খুচরা বাজারে দাম কমেনি পেঁয়াজের। তবে এরই মধ্যে পাইকারি বাজারে নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে। খুচরা বাজারে যেখানে দেশি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে, কাওরান বাজারের সেখানে পাইকারি বাজারেও একই দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কারওয়ান বাজারের পাইকারি দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। শ্যামনগরে দেশি পেঁয়াজ ৭০ টাকা ও বার্মার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

কাওরান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের মালিক মো. হাবিবুর রহমান মোস্তফা বলেন, ‘পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৭৪ টাকায়। বাজারে আবারও পেঁয়াজের দাম বেড়েছে। স্টক কম থাকায় দাম বেড়েছে।’

আশরাফ নামের আরেক বিক্রেতা বলেন, পেঁয়াজের দাম আবার বেড়েছে। দেশি পেঁয়াজ ৮০ টাকায় নেমে এলেও তা আবার ৯০ টাকায় উঠে গেছে। আব্দুল খালেক নামের আরেক পাইকারি বিক্রেতাও একই তথ্য জানান।

শুক্রবার শ্যামবাজারের রুনা বাণিজ্যালয়ের (পিয়াজ-রসুন) মালিক মোহাম্মদ ইলিয়াস সারাবাংলাকে বলেন, পেঁয়াজের দাম আগের চেয়ে একটু বেড়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও আজ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোকামে ভারতীয় পেঁয়াজ নেই। বার্মার পেঁয়াজের দামও বেড়েছে। এর আগে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও আজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজের কেজি ৮৫ টাকা। এই বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, খুচরা বাজারে পেঁয়াজের দাম আগের মতোই আছে। আজও ৯০ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিজয় স্মরণীর কলমিলতা বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, বেশিরভাগ সবজি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পটল ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৬০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, পেপে ২৫ টাকা, কাচামরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দাম দেশি পেঁয়াজ পেঁয়াজ ভারতীয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর