‘পাগলা মিজান’কে নিয়ে র্যাবের অভিযান চলছে
১১ অক্টোবর ২০১৯ ১৬:৫২ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৯:৩০
ঢাকা: ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আটক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে নিয়ে তার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে পাগলা মিজানকে আটকের পর দুপুরের দিকে রাজধানীর মোহাম্মদপুর আওরঙ্গজেব রোডের বাসায় অভিযান শুরু করে র্যাব-২। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে, অভিযান চলছে।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- শ্রীমঙ্গল থেকে আটক উত্তর সিটির কাউন্সিলর হাবিবুর
র্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পাগলা মিজানকে আটক করা হয়েছে। ভারতে পালানোর সময় শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়। মিজান ভূমি দখল, চাঁদাবাজি ও একাধিক হত্যা মামলার আসামি। বিহারি ক্যাম্পের বিনামূল্যের বিদ্যুৎ অন্য জায়গায় সংযোগ দিয়ে অর্থ আয়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। র্যাব তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করলে কয়েক দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে ভোরে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।