শ্রীমঙ্গল থেকে আটক উত্তর সিটির কাউন্সিলর ‘পাগলা মিজান’
১১ অক্টোবর ২০১৯ ১৬:২৬ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৬:৫৫
ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয় তাকে। র্যাব জানিয়েছে, কাউন্সিলর হাবিবুর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
র্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম কাউন্সিলর হাবিবুরকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাউন্সিলর হাবিবুর রহমান একাধিক মামলার আসামি। তাই তাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আশির দশকে ফ্রিডম পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন হাবিবুর রহমান মিজান। ওই সময় তিনি ‘পাগলা মিজান’ নামে পরিচিতি পান। পরে আওয়ামী লীগের যোগ দেন তিনি। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে মাদক ব্যবসায় তার সরাসরি পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে। এছাড়া হাবিবুর একাধিক হত্যা মামলার আসামি বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ক্যাসিনো ডিএনসিসি কাউন্সিলর র্যাব হাবিবুর রহমান মিজান