লোহিত সাগরে ইরানের তেলবাহী জাহাজে মিসাইল হামলা
১১ অক্টোবর ২০১৯ ১৪:০৬ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ২১:৫০
ইরানের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে মিসাইল হামলা হয়েছে। লোহিত সাগরে সৌদি উপকূল থেকে মাত্র ৬০ মাইল দূরে দুটি মিসাইল দিয়ে জাহাজটির ওপর হামলা হয়।
ইরানের জাতীয় টেলিভিশন জাহাজটিকে তেলবাহী ট্যাঙ্কার সিনোপা বলে চিহ্নিত করেছে। সিনোপা নামের তেলবাহী ট্যাঙ্কারটি ইরানের জাতীয় তেল কোম্পানির (এনওআইসি) মালিকানাধীন। এনওআইসি সৌদি আরবের আরামকোর পর সবচেয়ে বড় অপরিশোধিত তেল উৎপাদন কোম্পানি।
লোহিত সাগরে চলার সময় এ মিসাইল হামলা হয়। এতে ট্যাঙ্কারটির দুটি রিজার্ভারের মারাত্মক ক্ষতি হয়। তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ইরান কর্তৃপক্ষ এ হামলা সন্ত্রাসীদের কাজ বলে মনে করছে। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এমনটি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
সৌদি আরবের সবচেয়ে বড় সমুদ্র বন্দর জেদ্দা বন্দরের কাছে এমন ঘটনায় অবশ্য জাহাজের কোনো ক্রু আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সমুদ্রে জাহাজের গতিবিধি লক্ষ্য রাখে এমন একটি প্রতিষ্ঠান জানিয়েছে, এই ট্যঙ্কারটি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে সিরিয়ায় নিয়মিত তেল সরবরাহ করে।