Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় শোবার ঘর থেক হিন্দু দম্পতির লাশ উদ্ধার


১১ অক্টোবর ২০১৯ ১৩:২১

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে শোবার ঘর থেকে হিন্দু দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। শুক্রবার (১১ অক্টোবর) এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তারা ওই দম্পতির লাশ দেখতে পান। স্বামী দিপুল কুমার রায় (৩১) ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলে ছিল আর আর স্ত্রী সোহাগী রানী (২৫) বিছানায় শোয়া অবস্থায় ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মৃতদের স্বজনরা জানান, ভারত চন্দ্র মন্ডলের মেয়ে সোহাগী রানীর বাড়ী ঘটনাস্থল ভালুকা গ্রামে। আর তার স্বামী দিপল কুমার রায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভবানীপুর গ্রামের কোমল কুমার রায়ের ছেলে। চলতি বছরের ২৭ জুন তাদের বিয়ে হয়।

সোহাগী রানীর চাচাত ভাই লিপু মন্ডল জানান, গেল পুজায় দিপল কুমার স্ত্রীর বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে শোবার আগে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। শুক্রবার (১১ অক্টোবর) সকালে সোহাগী রানীর চাচাত বোন টুথপেষ্ট নিতে তাদের দরজার কড়া নাড়লে কোন সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ফেলা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কুমারখালী কুষ্টিয়া দম্পতি পুলিশ মর্গ লাশ হিন্দু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর