Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হলে বুক সেলফের পরিবর্তে টর্চার সেল গড়েছে ছাত্রলীগ’


১১ অক্টোবর ২০১৯ ১৩:০১

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বুক সেলফের পরিবর্তে ছাত্রলীগ টর্চার সেল গড়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক এই ভিপি বলেন, ‘একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে ছাত্রলীগ এখন এতটাই অভিশপ্ত সংগঠনে পরিণত হয়েছে যে, বুয়েটের মতো প্রতিষ্ঠানে ভর্তি হয়েও শুধুমাত্র ছাত্রলীগের কারণে মেধাবীরা পরিণত হচ্ছে খুনিতে। এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হল ও হোস্টেলগুলোতে বুক সেলফের পরিবর্তে টর্চার সেল গড়ে তুলেছে।’

দেশের প্রতিবাদী ছাত্রসমাজ স্ফুলিঙ্গের মতো জেগে উঠেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘দেশের মানুষকে গুম-খুন-অপহরণ করে আর দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে গত একদশক ধরে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে, এটি জনগণ আর চলতে দেবে না। দেশের ছাত্রসমাজ এসব অনাচার আর মেনে নেবে না।  সরকারের পতন ঘণ্টা বেজে গেছে ‘

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের স্লোগানের ভাষা শুনুন। আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের রক্তে আগুনজ্বলা দ্রোহ দেখুন। জনগণের আওয়াজ শুনুন। সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে আওয়াজ উঠেছে, আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী অপশক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী অপশক্তির এ দেশীয় দোসরদের বিরুদ্ধে। কোনো আন্দোলন যেমন ব্যর্থ হয় না, তেমনি দেশবিরোধী চুক্তি ও শহীদ আবরারের বিচারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না।’

বিজ্ঞাপন

‘ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তাদের দলীয় গঠনতন্ত্রে হয়তো তাই লেখা রয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। ছাত্রলীগের নেতা নির্বাচিত হয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভবন-গণভবনে বসে। আবার গণভবনে বসেই ছাত্রলীগের কোনো কোনো নেতার নেতৃত্ব কেড়ে নেওয়া হয়।’

রাষ্ট্রীয় ও সরকারি সুবিধা ব্যবহার করে সরকার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ছাত্রলীগের হাতে অস্ত্র, হাতুড়ি, চাপাতি, লগি বৈঠা দিয়ে বিরোধী মতের ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ও কোমলমতি ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের বর্রব নিষ্ঠুরতা দেশের জনগণ ভোলেনি।’

সরকারের ছত্রচ্ছায়ায়, পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ নৃশংস হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ছাত্রলীগের জঙ্গিদের হাতে আবরার ফাহাদের নির্মম মৃত্যু প্রমাণ করেছে, আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে রেখে কেবল খুন, দুর্নীতি, গুম, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, টাকা পাচার কিংবা ব্যাংকগুলোকেই খালি করেনি, রাষ্ট্র সমাজ থেকে কেড়ে নিয়েছে মানবিকতা, ভব্যতা, সভ্যতা, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ ‘

তিনি বলেন, “অন্যায় চুক্তির প্রতিবাদ করায় শুধু আবরারকেই মারা হয়নি। আগ্রাসনের বিরোধিতা ও বাকস্বাধীনতাকেও পিটিয়ে মারা হয়েছে। ক্ষমতাসীনরা তাদের মসনদ রক্ষার জন্য প্রতিবেশী দেশের দাসত্ব ও অন্ধ দালালিকে তাদের চেতনা হিসাবে গ্রহণ করেছে। ফলে দেখা যাচ্ছে এই স্বাধীন দেশে ভিসিরা ‘জয়হিন্দ’ স্লোগান দিয়ে পাচ্ছে পুরস্কার, আর আওয়ামী লীগ নেতারা চুক্তির বিরুদ্ধে কথা বললে দল থেকে বহিষ্কার হচ্ছেন।”

বিজ্ঞাপন

রিজভী জানান, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তিতে ক্ষুব্ধ হয়ে বিবেকের তাড়নায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বি এম এ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। তাকে গতকাল বহিষ্কার করেছে আওয়ামী লীগ। কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাতের ন্যাক্কারজনক ভূমিকার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে শহীদ আবরারের ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসি।

আবরার হত্যা ছাত্রলীগ টপ নিউজ টর্চার সেল বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর