Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরারের স্মরণে ২০ দলের সভা ১৫ অক্টোবর


১১ অক্টোবর ২০১৯ ০০:৪১ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০০:৫১

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে আগামী ১৫ অক্টোবর সভা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মওলানা নুর হোসেন কাশেমীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতের মজলিসে সুরার সদস্য মাওলানা আব্দুল হালিম, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব, মওলানা আব্দুল করিম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এ্যাড. আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগের মহাসচিব এ্যাড. জুলফিকার বুলবুল চৌধুরী,  ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম,  এনডিপির চেয়ারম্যান ক্বারী মো: আবু তাহের ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান মাহমুদ খান, এম এম শাওন সাদেকী।

বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকালে তিস্তার পানিসহ বাংলাদেশের স্বার্থে কোনো অর্জন ছাড়াই ফেনী নদীর পানি প্রদান, চট্টগ্রাম ও মোংলা বন্দর নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি, আমদানিকৃত এলপিজি ভারতে রফতানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে, ২০ দলীয় জোট তার প্রতিবাদ ও নিন্দা জানায়। দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী এসব চুক্তি ও সমঝোতা বাতিলের দাবি জানায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২০ দলীয় জোটের এই সভা গত ৬ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার জন্য দায়ী সকল অপরাধীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করছে।’

এ ছাড়া খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন না দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দুর্বল রাখার সরকারি অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়েছে ২০ দলীয় জোটের আজকের বৈঠকে— জানান নজরুল ইসলাম খান।

তিনি জানান, সভায় দেশবিরোধী চুক্তি বাতিল ও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি কর্তৃক ১২ ও ১৩ অক্টোবর দেশের সব বিভাগ ও জেলা সদরে গণসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এসব সভায় উপস্থিত হয়ে ২০ দলীয় জোটের নেতারা সংহতি জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

২০ দল আবরার স্মরণে সভা আবরার হত্যা টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর