Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য


১০ অক্টোবর ২০১৯ ২২:৫৭

ঢাকা: ব্যাংক ও ব্যাংক বরিহর্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতির কারণে বরখাস্ত হলে সেই কর্মকর্তাদের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এছাড়াও অভিজ্ঞতাসম্পন্ন কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগে তার সম্পর্কে তথ্য যাচাই করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের অসৎ কোনো কর্মকর্তার শাস্তি হলে তার যাবতীয় তথ্য যেমন- নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার তারিখ ও কারণ বাংলাদেশ ব্যাংকের অথরাইজড কর্মকর্তার মাধ্যমে ‘করপোরেট ম্যামোরি ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। কোনো কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করার তিন কার্যদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে ডকুমেন্টসের কপি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে পাঠাতে হবে।

এছাড়া সার্কুলারে বলা হয়েছে, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কর্মকর্তার শাস্তি শিথিল বা মওকুফ করলে সফটওয়্যার থেকে ওই কর্মকর্তার তথ্য মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টসের কপিসহ সচিব বিভাগকে তিন কার্যদিবসের মধ্যে অনুরোধ জানাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইতোপূর্বে সফটওয়্যারে এন্ট্রি করা তথ্য থেকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তথ্য ছাড়া অন্যান্য তথ্য মুছে দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সচিব বিভাগে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সুশাসন প্রতিষ্ঠায় উদ্যোগের সহায়ক কৌশল হিসেবে ২০১২ সালে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়। ব্যাংকিং খাতে কৌশলটি বাস্তবায়নের অংশ হিসাবে ২০১৫ সাল থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তৈরি করা সফটওয়্যারে প্রত্যেকটি ব্যাংকের কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্য সংরক্ষণ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান দুর্নীতি বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর