আবরার হত্যায় স্বীকারোক্তি দিলেন ছাত্রলীগ নেতা সকাল
১০ অক্টোবর ২০১৯ ২১:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০৯:০২
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় প্রথম আসামি হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইফতি মোশাররফ সকাল। বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী বুয়েট শাখা ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ছিলেন। আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট ছাত্রলীগের যে ১১ নেতা বহিষ্কৃত হয়েছেন, তার মধ্যেও রয়েছেন সকাল।
আবরার হত্যা মামলার আসামি সকালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড চলাকালে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালবেলাতেই স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন সকাল।
পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে হাজির করেন সকালকে। তিনি আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানিয়ে আদালতকে বলেন, রিমান্ডে সকাল স্বীকার করেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তিনিও আবরারকে পেটানোর ঘটনায় জড়িত ছিলেন এবং এই দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামি সকালের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) ভোরে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা বলছেন, শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বুয়েট শাখার এক নেতাও স্বীকার করেছেন, আবরারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও মারধরের সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানান।
আবরার হত্যা ইফতি মোশাররফ সকাল জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দী