বুয়েটে নির্যাতনের অভিযোগ জানানোর ওয়েবপেজ ব্লক করেছে বিটিআরসি
১০ অক্টোবর ২০১৯ ২১:২৭ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ২২:১৪
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর বিভিন্ন সময় র্যাগিংয়ের নামে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানির অভিযোগ জানানোর একটি ওয়েবপেজ ব্লক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটি গবেষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে হোস্ট করা ‘ইউ রিপোর্টার’ নামের ওই ওয়েবপেজে ১৬৬টি অভিযোগ জমা পড়েছিল বলে জানা গেছে। তবে বুয়েট শিক্ষার্থীদের এমন অভিযোগ জানানোর জন্য নতুন একটি ওয়েবপেজও চালু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে ইউরিপোর্টার ওয়েবপেজটি ব্লক করা হয়। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মো. আসিফ ওয়াহিদ ওই ওয়েবপেজে প্রবেশের সুযোগ বন্ধ করে দিতে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ইমেইল করেন।
এ বিষয়ে জানতে বিটিআরসি’র ওই প্রকৌশলীর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। বিটিআরসি’র জনসংযোগ কর্মকর্তা দেশের বাইরে থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক সারাবাংলাকে ওই ইমেইল পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিটিআরসি’র পক্ষ থেকে একটি ওয়েবপেজ ব্লক করার নির্দেশনা পেয়েছি। দেশের সব আইআইজিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়ন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোস্তফা আকবর সারাবাংলাকে বলেন, আমরাও শুনেছি যে ওই ওয়েবপেজটি ব্লক করা হয়েছে। তবে এ বিষয়ে বিটিআরসি বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।
মোস্তফা আকবর বলেন, একটি গবেষণার অংশ হিসেবে সহযোগী অধ্যাপক এ বি এম আলিম আল ইসলামের উদ্যোগে ওই ওয়েবপেজটি চালু করা হয়। এটি আমাদের বিভাগের কোনো উদ্যোগ নয়। আমরা কেবল আমাদের বিভাগের ওয়েবসাইট থেকে পেজটি হোস্ট করেছি।
২০১৭ সালের ৩১ মার্চ ‘ইউ রিপোর্টার’ নামের ওয়েবপেজটি চালু করা হয়। ৯ অক্টোবর পর্যন্ত এই পেজে ১৬৬টি অভিযোগ জমা পড়েছিল বলে জানা গেছে।
বুয়েটের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই ওই ওয়েবপেজে অভিযোগ করেছিলেন। তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে— এমন খবর তারা পাননি বলে জানান। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে র্যাগিংয়ের নামে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী। কিন্তু এগুলোর প্রতিবাদ করার কোনো উপায় থাকে না। বিশেষ করে হলে যাদের থাকতে হয়, তাদের নির্যাতন মেনে নিয়েই থাকতে হয়। ওই ওয়েবপেজে অন্তত তারা অভিযোগগুলো দিতে পারতেন। তাতে করে বুয়েট প্রশাসন অন্তত জানতে পারত যে হলের প্রকৃত পরিবেশ কী। এখন সেই সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তড়িৎকৌশল বিভাগের এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, আমি নিজেও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছি। আমি যখন জানতে পেরেছিলাম যে অভিযোগ করার মতো এরকম একটি ওয়েবপেজ আছে, আমি সেখানে অভিযোগ করেছিলাম। আমি মনে করি, অভিযোগ দিলে অন্তত বুয়েট প্রশাসন জানবে যে আমাদের কী ধরনের পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য বা প্রাধ্যক্ষ স্যারদের তেমন যোগাযোগ হয় না। তাদের কোনো কিছু জানার থাকলে হয়তো হলের নেতা যারা আছেন, তাদের কাছেই জিজ্ঞাসা করেন। কিন্তু তারাই তো আমাদের ওপর নির্যাতন চালায়। তারা নিশ্চয় স্যারদের কাছে বলবে না যে হলে এমন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হয়। আমরা মনে করি, এরকম একটি ওয়েবসাইটের মাধ্যমে নির্যাতনকারীদের পরিচয় প্রকাশ করে দিলে প্রশাসন যেমন এ বিষয়ে সজাগ থাকবে, তেমনি ওই নির্যাতনকারীদের পরিচিত যারা, তারাও তাদের প্রকৃত রূপটি জানতে পারবেন।
তবে বুয়েট প্রশাসন আদৌ সাধারণ শিক্ষার্থীদের এসব অভিযোগ আমলে নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) ভোরে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা বলছেন, শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বুয়েট শাখার এক নেতাও স্বীকার করেছেন, আবরারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও মারধরের সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানান।
আবরার হত্যার পর বুয়েটে শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নের এমন অনেক তথ্যই উঠে আসতে শুরু করেছে।