Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি টিএসসি’র অডিটোরিয়ামে আগুন, কর্মচারী আহত


১০ অক্টোবর ২০১৯ ২০:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ২০:১৫

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আগুন লেগে একজন কর্মচারী আহত হয়েছেন। আহত কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে মিলনায়তনের ভেতর একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে সাতটার দিকে অডিটোরিয়ামের ভিতর বিদ্যুতের লাইনের ক্যাবলের একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগে দায়িত্বরত পাহারাদার ও কর্মচারীরা আগুন নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুন নেভানোর সময় ধোঁয়ায় একজন কর্মচারী কিছুটা আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘অডিটোরিয়ামের ভেতরে একটি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে ভেতরে দুইজন ছিল, তারা আগুন দেখে এবং আগুন সহজেই নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

টিএসসির পরিচালক আলী আকবর বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন চিকন ক্যাবল দিয়ে নতুন সরঞ্জামাদি এবং লাইট নেওয়ায় সেই কেবল থেকে শর্ট-সার্কিট হয়। আগুন নেভাতে গিয়ে কর্মচারী নাজমুল আহত হয়েছেন। আমি তাকে নিয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

আগুন কর্মচারী টপ নিউজ টিএসসি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর