বুয়েটের কর্মসূচি স্থগিত, কাল ফের আন্দোলন
১০ অক্টোবর ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৭:৪৬
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যার প্রতিবাদে চলা অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল চারটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারী। তবে আগামীকাল থেকে তারা ফের আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুপুর থেকে দুই ঘণ্টা ধরে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু উপাচার্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি তারা। পরে উপাচার্যের ব্যক্তিগত সহযোগীর সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন যে উপাচার্য কাউন্সিল অফিসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন।
আরও পড়ুন: স্লোগানে স্লোগানে উত্তাল বুয়েট ক্যাম্পাস
তবে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার থাকবে না সেখানে। ভিসির পক্ষ থেকে আসা এই প্রস্তাবে রাজি না শিক্ষার্থীরা। তাদের দাবি খোলা জায়গায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপাচার্য তাদের সঙ্গে আলোচনা করবেন।