স্বৈরাচার পতনের বীজ পূঁতে গেছেন আবরার: ড. মোশাররফ
১০ অক্টোবর ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৬:০৬
ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিজের জীবন দিয়ে স্বৈরাচার পতনের বীজ পূঁতে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নব্বুয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নব্বুয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদ যেভাবে তার জীবন দিয়ে স্বৈরাচার পতন তরান্বিত করেছিল, ঠিক সেইভাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ তার জীবন দিয়ে এই স্বৈরাচার সরকারের পতনের বীজ পূঁতে গেছেন। এখন সেটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তমান ছাত্র সংগঠনগুলোর।’
তিনি বলেন, ‘আবরার হত্যার পর পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু বুয়েটের ছাত্র/ছাত্রীরা দুই ঘণ্টা পুলিশকে আটকে রেখে সিসিটিভির ফুটেজ তারা রেখে দিয়েছিল বলে সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। সে কারণেই সরকার বাধ্য হয়েছে যাদেরকে ফুটেছে দেখা গেছে তাদেরকে গ্রেফতার করতে।’
‘পাপ বাপকে ছাড়ে না’ মন্তব্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। আমার বিশ্বাস কল নড়া শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকের মধ্যে আজকে আতঙ্ক। হৃদয়ে কম্পন লেগেছে। অতএব আমরা আজকে যখন জেহাদকে স্মরণ করছি, তখন নতুনভাবে আবরারকে স্মরণ করছি।
তিনি বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে সারাদেশ ফুঁসে উঠেছে। এবার যত চেষ্টাই করেন না কেন, আপনাদের আর রক্ষা নাই।জনগণ জেগে উঠেছে। ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেটা করতে হলে এই স্বৈরাচার-ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।’
শহীদ জেহাদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নব্বুয়ের ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলম, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মণি, এবিএম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, আজিজুল বারী হেলাল, আসাদুজ্জামান খান সম্রাট প্রমুখ।