Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সঙ্গে চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচি


১০ অক্টোবর ২০১৯ ১৪:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৪:৫২

ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের ‘স্বার্থীবিরোধী’ চুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী শনি ও রোববার -দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই  কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার (১২ অক্টোবর) মহানগর সদরে জনসমাবেশ এবং রোববার (১৩ অক্টোবর) জেলা সদরে জনসমাবেশ।

বিএনপির এই জনসমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, মো.শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

টপ নিউজ বিএনপি মোশাররফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর