Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন সাদ এরশাদ


১০ অক্টোবর ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৫:৫৬

ঢাকা: রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শপথবাক্য পাঠ করান। এ সময় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সাদ এরশাদ জাতীয় পার্টির লাঙল প্রতীকে বিজয়ী হয়েছিলেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পান ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ১৬ হাজার ৯৪৭ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যু হওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

১৪ জুলাই রাজধানীর সম্মিলত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান।

এরশাদ জাতীয় পার্টি টপ নিউজ রংপুর-৩ আসন শিরীন শারমিন সংসদ ভবন সাদ এরশাদ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর