Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


১০ অক্টোবর ২০১৯ ১৩:৩২

ঢাকা: বুয়েটে শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার সেখানে গিয়েই শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

বিজ্ঞাপন

মিছিল শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে এক পথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘গতকাল সাংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা হতে পারে না। তাহলে ভারত থেকে কী কী নিয়ে আসলেন? জনগণ প্রত্যাশা করেছিল- প্রতিবারের মত এবারও হয়তো আপনি খালি হাতে ফিরবেন না।’

তিনি আরও বলেন, ‘সব প্রধানমন্ত্রীই বিদেশ সফরে কিছু না কিছু আনতে যায়। আর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে সবকিছু উজাড় করে দিয়ে আসে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেই দেশের মানুষের উদ্বেগ বেড়ে যায়। এবারও আপনি দেশের অনেক কিছু দিয়ে দিলেন। আর ফিরলেন খালি হাতে।’

‘আপনি বললেন দেশের স্বার্থ আপনি বিকিয়ে দেন না, তাহলে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর কেন দিয়ে আসলেন? গতকালের সংবাদ সম্মেলনে তার কোনো সদুত্তর দিতে পারলেন না। বরং আমাদের বন্দরগুলো ব্যবহারে ভারতের অধিকারও আছে বলে যে জাতীয় স্বার্থ পরিপন্থী বক্তব্য দিলেন, তাতে গোটা জাতি হতভম্ব হয়ে পড়েছে।’ – বলেন রুহুল কবীর রিজভী।

বিজ্ঞাপন

ভারতে সঙ্গে করা চুক্তিগুলো জাতীয় স্বার্থবিরোধী এবং সুষ্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে রিজভী বলেন, ‘ভারতকে আমাদের উপকূলে নজরদারির জন্য ২০টি রাডার স্থাপনে অনুমতি দেওয়া হলো। তাতে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আঞ্চলিক সংঘাতের বলি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘অবৈধ উপায়ে ক্ষমতা দখল এবং সেই ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতেই ‘গণতন্ত্রের মা’ এদেশের গণমানুষের আস্থাভাজন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে সরকার। আওয়ামী সরকার জানে যে, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তিলে তিলে নিঃশেষ করতে পারলেই দেশ বিক্রি করে ক্ষমতায় থাকাটা সহজ হবে। কিন্তু জনগণের ক্ষমতা সম্পর্কে এখনও তাদের হুঁস হয়নি। এখন সরকারের বিরুদ্ধে জনগণ প্রবল শক্তি নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।’

মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি, সাইফুর রহমান মিহির, কোষাধ্যক্ষ আতাউর রহমান চেয়ারম্যান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউর রহমান ফাহিম, দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক প্রমুখ।

বিএনপি বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর