আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠনের সম্মেলন নভেম্বরে
১০ অক্টোবর ২০১৯ ১১:২০ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১১:২৩
ঢাকা: আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, এই সংগঠনগুলোর প্রতিটির কমিটির মেয়াদ তিন বছর। সর্বশেষ ২০১২ সালে এসব সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে তিন বছর আগেই সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়েছে। সূত্র: বাসস।