বিতর্ক তৈরি করবেন না, ছাত্রলীগ-যুবলীগকে অর্থমন্ত্রী
৯ অক্টোবর ২০১৯ ২৩:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ২৩:২৫
চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানের কথা মাথায় রেখে রাজনীতি করার জন্য ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। একইসঙ্গে তিনি ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বিতর্কিত কাজ না করারও আহ্বান জানিয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের এলজিইডি ভবন অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব আহ্বান জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এখন যারা ছাত্রলীগ-যুবলীগ করেন, হোয়াই দে আর ইন হারি? তাদের মধ্যে কেন এত তাড়া? এই প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা? দেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য, দেশকে ধ্বংস করার জন্য? তোমরা সফল হবে না।’
তিনি বলেন, ‘যারা ছাত্রলীগ করে, যুবলীগ করে, তাদের বিশেষ দায়িত্ব আছে। ছাত্রলীগ-যুবলীগের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। আমাদের কাজ করতে হবে বঙ্গবন্ধুর সম্মানের কথা মাথায় রেখে। এমনভাবে কাজ করতে হবে যেন কোথাও কোনো বির্তক তৈরি না হয়।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটা ট্রানজিশনাল অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। একটা মিসম্যাচ, যা হওয়ার কথা ছিল না সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আশ্বস্ত করতে পারি, যা ঘটছে এগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হবে যা সুন্দর, সত্য ও শাশ্বত। আমি বিশ্বাস করি, আমাদের অস্থিরতার দিন কেটে যাবে।’
‘যে রাজনীতি শেখ হাসিনা করেন, যে রাজনীতি জাতির পিতা আমাদের শিখিয়ে গেছেন, তা থেকে আমরা বিচ্যুত হই নাই। জাতির পিতা যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন, সেই কাজটি করার জন্য আমরা বেঁচে আছি,’— বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমিও ছাত্রলীগ করতাম। আমার নামে বিতর্ক নেই কেন? ছাত্র অবস্থায় এই চট্টগ্রাম শহরে টিউশনি করে লেখাপড়া করেছি। আমার টাকা-পয়সা দিয়েছে গ্রামের মানুষ। সেখান থেকে যদি অর্থমন্ত্রী হতে পারি…’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান খান কায়সারের মেয়ে সাংসদ ওয়াসিকা আয়েশা খান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সহসভাপতি খোরশেদ আলম সুজন।
ফাইল ছবি
অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাত্রলীগ বিতর্ক যুবলীগ