জার্মানির হ্যালে শহরে বন্দুক হামলা, নিহত ২
৯ অক্টোবর ২০১৯ ১৮:৫৯ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১৯:১৩
জার্মানির হ্যালে শহরে বন্দুকধারীর হামলায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও আরও কয়েকজন সন্দেহভাজন পার্শ্ববর্তী পাওলুস শহরে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। তাদের ধরতে অভিযান চলছে। খবর বিবিসির।
বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে শহরের সিনাগগের পাশেই এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সামরিক পোশাক পরিহিত একজনকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ তিনি দেখেছেন।
আরও একজন জার্মান টিভিকে এন-টিভি’কে বলেন, বন্দুকধারী স্থানীয় তার্কিশ কেবাব শপে ঢুকে পড়ে। এরপর গ্রেনেডের মতো কিছু একটা ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। তারপর সে অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালায়। আমার পিছনের লোকটা হয়ত নিশ্চিতভাবে মারা গেছে। আমি বাথরুমে লুকিয়ে পড়ি।